‘ওবামাই ভোটাভুটিতে বিরত থাকার সিদ্ধান্ত নেন’  
https://parstoday.ir/bn/news/world-i29128-ওবামাই_ভোটাভুটিতে_বিরত_থাকার_সিদ্ধান্ত_নেন’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস হওয়ার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছে ওবামা প্রশাসন। মার্কিন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বিষয়টি পরিষ্কার করে বলেছেন, নেতানিয়াহুর কারণেই ওয়াশিংটন নিরাপত্তা পরিষদকে শুক্রবার ওই প্রস্তাব পাস করার সুযোগ দিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৬ ০১:২৯ Asia/Dhaka
  • বারাক ওবামা ও নোতনিয়াহু
    বারাক ওবামা ও নোতনিয়াহু

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস হওয়ার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছে ওবামা প্রশাসন। মার্কিন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বিষয়টি পরিষ্কার করে বলেছেন, নেতানিয়াহুর কারণেই ওয়াশিংটন নিরাপত্তা পরিষদকে শুক্রবার ওই প্রস্তাব পাস করার সুযোগ দিয়েছে।

ইসরাইলের বিষয়ে আমেরিকা তার দীর্ঘদিনের অনুসৃত নীতির বিপরীতে গিয়ে প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয় নি বরং প্রস্তাবটি পাস হওয়ার সুযোগ দিয়ে ভোট দেয়া থেকে আমেরিকা বিরত ছিল। অথচ প্রস্তাবটি যাতে পাস না হয় সেজন্য ইসরাইলের প্রধানমন্ত্রী আমেরিকার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেন। পাশাপাশি মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবের মূল উদ্যোক্তা মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিকে ফোন করে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলা থেকে বিরত রাখেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

প্রস্তাবটি পাসের পর নেতানিয়াহু অভিযোগ করেন, ফিলিস্তিনিদের সঙ্গে ষড়যন্ত্র করে ওবামা প্রশাসন এ প্রস্তাব পাস করিয়েছে। নেতানিয়াহু তার ভাষায় আরো বলেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করবেন এবং মার্কিন কংগ্রেসের বন্ধু সদস্যদের সঙ্গে এই ‘অযৌক্তিক’ প্রস্তাবের বিষয়ে আলোচনা করবেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ইসরাইল-বিরোধী সংঘবদ্ধ চক্রের এই প্রস্তাব ঠেকাতে ওবামা প্রশাসন শুধু ব্যর্থই হয় নি বরং ঘটনার পেছন থেকে তারা কলকাঠি নেড়েছে।”

নেতানিয়াহুর অভিযোগ সম্পর্কে রোডস বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ঘটনার পেছন থেকে কোনো ষড়যন্ত্র করেন নি বরং তিনি শুধু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদকে শুক্রবার সকালে জানিয়েছেন, তিনি নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

রোডস জানান, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইল-বিরোধী যে প্রস্তাব পাস হয়েছে তার জন্য নেতানিয়াহু শুধু নিজেকে দায়ী করতে পারেন কারণ তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণ প্রসঙ্গে ওবামা প্রশাসনের বার বার দেয়া হুঁশিয়ারিকে পাত্তা দেন নি। ওবামা প্রশাসন নেতানিয়াহুকে বার বার বলেছেন, এ ধরনের তৎপরতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে অনেক বেশি চাপ সৃষ্টি হতে পারে। তিনি যদি তখন কথা শুনতেন তাহলে আজকে এ ফলাফল আসত না।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪