হামাসের সঙ্গে সম্পর্কযুক্ত পাইলটকে ইসরাইল হত্যা করেছে: তিউনিশিয়া
https://parstoday.ir/bn/news/world-i29893-হামাসের_সঙ্গে_সম্পর্কযুক্ত_পাইলটকে_ইসরাইল_হত্যা_করেছে_তিউনিশিয়া
তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এসেবজি বলেছেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্কযুক্ত পাইলট মুহাম্মাদ জাওয়ারিকে ইহুদিবাদী ইসরাইল হত্যা করে থাকতে পারে। নতুন বছর উপলক্ষে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট এসেবজি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০২, ২০১৭ ২০:২৮ Asia/Dhaka
  • তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এসেবজি
    তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এসেবজি

তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এসেবজি বলেছেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্কযুক্ত পাইলট মুহাম্মাদ জাওয়ারিকে ইহুদিবাদী ইসরাইল হত্যা করে থাকতে পারে। নতুন বছর উপলক্ষে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট এসেবজি এ কথা বলেন।

তিনি জানান, পাইলট ও ইঞ্জিনিয়ার জাওয়ারির হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে তিউনিশিয়া সরকার যথেষ্ট কিছু করছে না বলে যে সমালোচনা উঠেছে তাও তিনি নাকচ করে দেন। এসেবজি জানান, এ হত্যা মামলা নিয়ে পর্যাপ্ত তথ্য পাওয়ার পর তিউনিশিয়া তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলবে।

গত ১৫ ডিসেম্বর জাওয়ারিকে তার নিজের গাড়ির ভেতরে এক বন্দুকধারী গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায়। তিনি তিউনিশিয়ার সাবেক পাইলট এবং দক্ষিণ তিউনিশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হিসেবে কাজ করছিলেন।

ফিলিস্তিনের হামাস বলেছে, ৪৯ বছর বয়সী ড্রোন বিশেষজ্ঞজাওয়ারিকে ইসরাইলের গুপ্তচরেরা হত্যা করেছে। জাওয়ারি এক দশক ধরে হামাসের হয়ে কাজ করছেন বলে জানিয়েছে সংগঠনটি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২