ভিয়েনায় ইরানের সঙ্গে বৈঠকে বসছে ছয় জাতিগোষ্ঠী
ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ পর্যবেক্ষণ এবং বাস্তবায়ন সংক্রান্ত যৌথ কমিশনের বৈঠক আজ(মঙ্গলবার) আরো পরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হবে। আমেরিকার ইরানি বিরোধী আইন সংক্রান্ত বিষয়ে এ বৈঠকে আলোচনা হবে।
এ নিয়ে ষষ্ঠ দফা বৈঠকে বসতে চলছে যৌথ কমিশন। এতে ইরান এবং রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা এবং জার্মানির কর্মকর্তাদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক পরিচালক হেলগা স্কিমিটও যোগ দিবেন।
বৈঠকের আগে আমেরিকাসহ অন্যান্য দেশের তাদের সমকক্ষ পদ মর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানি কর্মকর্তারা।
ইরানের আহ্বানে চলতি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ইরান বিরোধী নিষেধাজ্ঞা বাড়ানোর ওয়াশিংটনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানায় ইরান। গত ডিসেম্বরে মার্কিন কংগ্রেসে গৃহীত এ সিদ্ধান্তকে পরমাণু সমঝোতার লঙ্ঘন বলে কঠোর নিন্দা জানিয়েছে তেহরান।
জেসিপিওএ সই করার কয়েক মাস পর ২০১৫ সালের অক্টোবরে এ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১০