ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ালেন ওবামা
-
বারাক ওবামা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দাবি করেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলা সত্ত্বেও ইরান এখনো আমেরিকার জন্য অস্বাভাবিক ও অসাধারণ হুমকি সৃষ্টি করে রেখেছে।
গতকাল (শুক্রবার) এক চিঠিতে প্রেসিডেন্ট ওবামা তার এ সিদ্ধান্তের কথা কংগ্রেসকে জানিয়েছেন। তিনি বলেছেন, ১৯৯৫ সালের ১৫ মার্চে ইরানের বিরুদ্ধে যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা ২০১৭ সালের ১৫ মার্চের পরও কার্যকর থাকবে।
ইরানের বিরুদ্ধে আমেরিকা যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে তার মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে নবায়ন করতে হয়; তা না হলে আইনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। মূলত ১৯৭৯ সালে ইরানের বিরুদ্ধে এ আইন জারি করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। তবে, ২০১৫ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট ওবামা ইরানের বিরুদ্ধে আলাদা একটি জরুরি অবস্থার আইন জারি করেন। এ আইন মার্কিন প্রেসিডেন্টকে সংশ্লিষ্ট দেশের সম্পদ জব্দ, ন্যাশনাল গার্ডকে তলবসহ বেশ কিছু ক্ষমতা দিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪