পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে চলে গেছে ক্রিমিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
-
ক্রিমিয়ায় মোতায়েন এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ক্রিমিয়া উপদ্বীপে মোতায়েন এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। রুশ সামরিক বিশ্লেষক মিখাইল খোদারনক এ কথা জানিয়েছেন।
ক্রিমিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এস-৪০০ মোতায়েন করা হয়েছিল। অন্য কোনো দেশের কাছে এ রকম কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই বলেও জানান খোদারনক।
তিনি আরো জানান, গত বছর ক্রিমিয়ার সেভাস্তোপোল এবং ফেওদোসিয়াতে এস-৪০০ দু’টি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছিল। প্রশিক্ষণ শেষে তারা পুরো যুদ্ধ প্রস্তুতিতে চলে গেছে উল্লেখ করে তিনি জানান, এস-৪০০ এখন যুদ্ধের সঙ্গে জড়িত যেকোনো দায়িত্ব পালন করতে পারবে।
মাত্র পাঁচ মিনিটের মাথায় এস-৪০০ যুদ্ধের পুরো প্রস্তুতি নিতে সক্ষম উল্লেখ করে খোদারনক বলেন, এটি খুব সহজেই বহনযোগ্য।
২০০৭ সাল থেকে এস-৪০০ ব্যবহার করছে রুশ সামরিক বাহিনী। ন্যাটো জোটের কাছে এটি এসএ-২১ গ্রোলার সাংকেতিক নামে পরিচিত। আড়াইশ’ মাইল ব্যাসার্ধের মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানসহ সব ধরণের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা রয়েছে এর।
২০১৪ সালের মার্চে গণভোটের মাধ্যমে কৃষ্ণ সাগর তীরবর্তী ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ায় যোগ দেয়ার পর সেখানে এস-৪০০ মোতায়েন করে মস্কো।#
পার্সটুডে/মূসা রেজা/১৫