জেনেভায় সিরিয়া বিষয়ক আলোচনা মূলতবি করার খবর দিল রাশিয়া
-
সিরিয়ার বিদ্রোহী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ল্যাভরভ (২৭ জানুয়ারি ২০১৭)
রাশিয়া বলেছে, জেনেভায় সিরিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে পরবর্তী শান্তি আলোচনা আগামী মাসের শেষ নাগাদ মূলতবি করা হয়েছে। এ বৈঠক ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার মস্কোয় সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকের পর বলেছেন, “৮ ফেব্রুয়ারি জেনেভায় যে বৈঠক হওয়ার কথা ছিল তা আগামী মাসের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে।”
ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় গত সপ্তাহে অনুষ্ঠিত শান্তি আলোচনার ধারাবাহিকতায় জেনেভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আলোচনা অনুষ্ঠিত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে।
আস্তানা বৈঠকে সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়টি পর্যবেক্ষণের জন্য যৌথ তদারকি করতে সম্মত হয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক।
সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে বৈঠক শেষে সামরিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান হবে না বলে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি বলেন, দেশটিতে যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তা বহাল রেখেই আলোচনার মাধ্যমে বাকি সমস্যাগুলোর সমাধান করতে হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮