ইরানকে মোকাবেলা করার বিষয়ে ফোনালাপ করলেন ট্রাম্প এবং রাজা সালমান
https://parstoday.ir/bn/news/world-i32047-ইরানকে_মোকাবেলা_করার_বিষয়ে_ফোনালাপ_করলেন_ট্রাম্প_এবং_রাজা_সালমান
সৌদি রাজ সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও কথিত ‘সন্ত্রাসবাদ’ মোকাবেলা বিষয় নিয়ে ফোনালাপ করেছেন। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম সৌদি রাজার সঙ্গে কথা বললেন ট্রাম্প।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৭ ১৩:২২ Asia/Dhaka
  • রাজা সালমানের সঙ্গে ফোনালাপ করছেন ডোনান্ড ট্রাম্প। আর সাথে রয়েছেন তার উপদেষ্টারা।
    রাজা সালমানের সঙ্গে ফোনালাপ করছেন ডোনান্ড ট্রাম্প। আর সাথে রয়েছেন তার উপদেষ্টারা।

সৌদি রাজ সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও কথিত ‘সন্ত্রাসবাদ’ মোকাবেলা বিষয় নিয়ে ফোনালাপ করেছেন। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম সৌদি রাজার সঙ্গে কথা বললেন ট্রাম্প।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের, কথিত, ‘আঞ্চলিক অস্থিতিশীল সৃষ্টিকারী’ তৎপরতা নিয়ে আলোচনা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, এ আলোচনার মধ্য দিয়ে তাদের মধ্যে সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং উগ্রবাদীদের তহবিল যোগানের বিরুদ্ধে লড়াইসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়া এবং ইয়েমেনে নিরাপদ অঞ্চল গঠনকে সমর্থন করার জন্য মার্কিন প্রেসিডেন্টের অনুরোধ মেনে নিয়েছেন সৌদি রাজা। 

এ ছাড়া, চলমান সহিংসতায় বাস্তুহারা শরণার্থীদের সহায়তা করার মার্কিন অন্যান্য পরিকল্পনাও সমর্থন করেছেন তিনি।  অবশ্য কথিত এ সব পরিকল্পনা কি তা প্রকাশ করা হয় নি।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠী যে পরমাণু সমঝোতা করেছে তা কঠোর ভাবে মেনে চলার কথাও বলেছেন উভয়ই।

সৌদি আরব যখন তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে ব্যাপক সমর্থন ও অর্থ যুগিয়ে চলেছে, ইরাক ও সিরিয়ায় ব্যাপক সহিংসতায় মদদ দিচ্ছে তখন এ আলোচনা করলেন ট্রাম্প এবং সালমান। আর  সৌদি আরবকে এ সব কাজে সহায়তা করছে মার্কিন মিত্র হিসেবে পরিচিত দেশ তুরস্ক এবং কাতার।#

পার্সটুডে/মূসা রেজা/৩০