লিবিয়ায় ঐক্য প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া: মস্কো
-
বৃহস্পতিবার মস্কোর ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন সেরাজ (বামে)
লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দু’টি সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে দেশটিতে ঐক্য প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে মস্কোর এ প্রস্তুতির কথা ঘোষণা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কোয় লিবিয়ার জাতিসংঘ-সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ সেরাজের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে লিবিয়ায় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, অবিভক্ত, সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে লিবিয়ার টেকসই উন্নয়নের স্বার্থে দেশটির সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মস্কো প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে রাশিয়া সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান চায়।”
২০১১ সালে লিবিয়ায় গণ অভ্যুত্থানের জের ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত ও নিহত হন সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি। তখন থেকে দেশটিতে সহিংসতা চলছে এবং একক কোনো সরকার ক্ষমতায় নেই।
২০১৪ সাল থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং পূর্বাঞ্চলীয় তবরুক শহরে প্রতিদ্বন্দ্বী সরকার ক্ষমতায় রয়েছে। ত্রিপোলি-ভিত্তিক সরকারকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।
এই অচলাবস্থার অবসানের জন্যই মূলত ত্রিপোলি-ভিত্তিক সরকারের প্রধানমন্ত্রী সেরাজ মস্কো সফর করলেন। তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ার বিভিন্ন পক্ষের সঙ্গে সুসম্পর্ক থাকায় রাশিয়া চলমান সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪