স্বাধীনতার প্রশ্নে আবারও গণভোটের অনুমতি দিন: ব্রিটেনকে স্কটল্যান্ড
স্কটল্যান্ড সরকার ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের প্রশ্নে দ্বিতীয়বারের মত গণভোট অনুষ্ঠানের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে।
ইউরোপীয় জোট থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার প্রেক্ষাপটে এই দাবি জানালো স্কটিশ সরকার।
স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী মিসেস নিকোলা স্টারজিওন গতকাল শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্কটিশদের স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয়বারের মত গণভোট অনুষ্ঠানের দাবির ব্যাপারে চিঠি পাঠান। এর দু’দিন আগে মিসেস থেরেসা মে ইউরোপীয় জোট থেকে ব্রিটেনের আনুষ্ঠানিক প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে ব্রাসেলসের কাছে চিঠি দিয়েছেন।
স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী মিসেস নিকোলা স্টারজিওন তার চিঠিতে লিখেছেন, স্কটিশরা অবশ্যই তাদের ভবিষ্যৎ তথা স্বাধীনতার পথ বেছে নেয়ার অধিকার রাখে। এর আগে গত সপ্তা’য় স্কটল্যান্ডের সংসদ সদস্যরা ব্রিটেন থেকে স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয়বারের মত গণভোট অনুষ্ঠানের দাবি তোলার পক্ষে ভোট দেন। এই দাবির পক্ষে ভোট পড়ে ৬৯ এবং বিপক্ষে ভোট পড়ে ৫৯।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়ে দ্বিতীয়বারের মত গণভোট অনুষ্ঠানের দাবি সম্পর্কে সম্প্রতি বলেছেন যে বর্তমান সময়টি এই গণভোট অনুষ্ঠানের উপযুক্ত সময় নয়।
২০১৪ সালে স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়ে অনুষ্ঠিত প্রথম গণভোটে ৫৫ শতাংশ স্কটিশ ব্রিটেনের সঙ্গে থাকার পক্ষে রায় দেন। কিন্তু গত জুন মাসে ব্রিটেনে ইউরোপীয় জোট ত্যাগের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ ভোটার এই জোট ত্যাগের পক্ষে রায় দিলেও শতকরা ৬২ ভাগ স্কটিশ ভোটার জোট ত্যাগের বিরুদ্ধে রায় দিয়েছিলেন।#
পার্সটুডে/মু.আ.হুসাইন/১