সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাধা নেই: তিউনিশিয়ার প্রেসিডেন্ট
তিউনিশিয়ার প্রেসিডেন্ট বাজি কায়েদ এসেবসি বলেছেন, সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো বাধা নেই। পরিবেশ সৃষ্টি হলেই দুই দেশের সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করা যাবে। গতকাল (মঙ্গলবার) সিরিয়া সফরকারী সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।
বাজি কায়েদ এসেবসি আরও বলেছেন, সিরিয়ার সঙ্গে তিউনিশিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়নি। সিরিয়ায় তিউনিশিয়ার স্বার্থ দেখাশোনা করার জন্য সেখানে কনস্যুলেট রাখা হয়েছে। এ কারণে পরিস্থিতির উন্নতি হলেই সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করা হবে। এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই।
তিউনিশিয়ার সংসদীয় প্রতিনিধি দল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তাদের সিরিয়া সফর সংক্রান্ত প্রতিবেদন পেশ করেছেন। সেখানে তারা বলেছেন, তিউনিশিয়ার যুবকদেরকে যারা জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে তাদের বিষয়ে তথ্য সরবরাহ করতে সম্মত হয়েছে দামেস্ক।
একইসঙ্গে সিরিয়ার বিভিন্ন কারাগার থেকে তিউনিশিয়ার কয়েক জন নাগরিককে মুক্তি দিতে বাশার আসাদের নেতৃত্বাধীন সরকার রাজি হয়েছে বলেও তারা জানিয়েছেন। সংসদীয় প্রতিনিধি দল এ সময় সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করার দাবি জানান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫