বিশ্বে বৈজ্ঞানিক প্রবৃদ্ধির দ্রুত গতিতে শীর্ষে এল ইরান
-
ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ ফারহাদি
ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ ফারহাদি বলেছেন, সর্ব-সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে বৈজ্ঞানিক গবেষণার দ্রত অগ্রগতি বা প্রবৃদ্ধির ক্ষেত্রে ইরান সর্বোচ্চ স্থানে রয়েছে।
তিনি আজ (শনিবার) পশ্চিম ইরানের হামেদান প্রদেশে অবস্থিত আবু আলী ইবনে সিনা বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক সমাবেশ কেন্দ্রের কার্যক্রম উদ্বোধনের অবকাশে এই তথ্য দিয়েছেন।
মুহাম্মাদ ফারহাদি বলেছেন, বৈজ্ঞানিক প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে এমন ২৫ টি দেশের সঙ্গে প্রতিযোগিতায় ইরান ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে এক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে। আর এক্ষেত্রে রাশিয়া দ্বিতীয় ও চীন রয়েছে তৃতীয় স্থানে।
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা বিষয়ক মন্ত্রী আরও বলেছেন, নতুন প্রযুক্তি উদ্ভাবনেও ইরান ১১৩ নম্বর অবস্থান থেকে এগিয়ে ৭৮ তম অবস্থানে পৌঁছেছে। আর এক্ষেত্রে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে ইরান প্রথম স্থানে রয়েছে বলে তিনি জানান।
ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিশ্বের বৈজ্ঞানিক কেন্দ্রগুলোর সহযোগিতা বাড়ছে বলে এর আগে দেশটির ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা বিষয়ক উপমন্ত্রী হুসাইন সলার অমোলি জানিয়েছিলেন।
উন্নত বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইরানি বিশ্ববিদ্যালয়গুলোর দশ লাখ ইউরো মূল্যের নয়টি যৌথ পরিকল্পনা বাস্তবায়নের খবর দিয়ে তিনি বলেছেন, ইরানের সঙ্গে বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌথ বৈজ্ঞানিক প্রকল্পের সংখ্যা ২৩৫ এ উন্নীত হয়েছে। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/২২