৪৮ ভাগ মার্কিন নাগরিক ট্রাম্পের ইমপিচ চায়: জরিপ
https://parstoday.ir/bn/news/world-i38082-৪৮_ভাগ_মার্কিন_নাগরিক_ট্রাম্পের_ইমপিচ_চায়_জরিপ
আমেরিকার শতকরা ৪৮ ভাগ নাগরিক দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচ চায়। নতুন এক জনমত জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্পকে যারা ক্ষমতায় দেখতে চায় তাদের চেয়ে ইমপিচমেন্টের পক্ষে জনমত বেশি বলে জানাচ্ছে ওই জরিপ রিপোর্ট।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৭, ২০১৭ ১২:২১ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার শতকরা ৪৮ ভাগ নাগরিক দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচ চায়। নতুন এক জনমত জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্পকে যারা ক্ষমতায় দেখতে চায় তাদের চেয়ে ইমপিচমেন্টের পক্ষে জনমত বেশি বলে জানাচ্ছে ওই জরিপ রিপোর্ট।

ডেমোক্র্যাটিক ফার্ম পাবলিক পলিসি নামের একটি সংস্থা জরিপটি পরিচালনা করেছে এবং এতে শতকরা ৪৮ ভাগ মানুষ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পক্ষে মত দিয়েছে। এর বিপরীতে শতকরা ৪১ ভাগ মানুষ ট্রাম্পকে ক্ষমতায় দেখতে চায়। প্রতিষ্ঠানটি তিন মাস আগে এক রিপোর্টে বলেছিল, মার্কিন নাগরিকরা এ ইস্যুতে সমানভাবে বিভক্ত।

গতকাল (মঙ্গলবার) জরিপ রিপোর্টটি প্রকাশ করা হয়েছে এবং গত ১২ থেকে ১৪ মে জরিপ পরিচালনা করা হয়। এ সময় ৬৯২ জন নিবন্ধিত ভোটারের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এর একদিন আগে গ্যালুপ নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে, ১০০ দিনের কাজের ভিত্তিতে আমেরিকার যে চারজন প্রেসিডেন্ট জনমত জরিপে খারাপ অবস্থায় রয়েছেন তার মধ্যে ট্রাম্প সবার নিচে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭