পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড
https://parstoday.ir/bn/news/world-i38580-পদত্যাগ_করলেন_নেপালের_প্রধানমন্ত্রী_প্রচণ্ড
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল পদত্যাগ করেছেন। ‘প্রচণ্ড’ নামে বেশি পরিচিতি পাওয়া এই নেতা আজ (বুধবার) টিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তার পদত্যাগের কথা ঘোষণা করেন। নেপালি কংগ্রেসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ২০১৬ সালের ৩ আগস্ট নয় মাসের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন 'প্রচণ্ড'।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৪, ২০১৭ ১৭:৫৪ Asia/Dhaka
  • পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল পদত্যাগ করেছেন। ‘প্রচণ্ড’ নামে বেশি পরিচিতি পাওয়া এই নেতা আজ (বুধবার) টিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তার পদত্যাগের কথা ঘোষণা করেন। নেপালি কংগ্রেসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ২০১৬ সালের ৩ আগস্ট নয় মাসের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন 'প্রচণ্ড'।

সমঝোতা অনুযায়ী এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন নেপালি কংগ্রেসের সভাপতি শেরবাহাদুর দেওবা। আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দেওবা ক্ষমতায় থাকবেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ জাতির উদ্দেশে ভাষণে 'প্রচণ্ড' তার নয় মাসের সরকারের নানা সাফল্যও তুলে ধরেছেন। হিমালয়ের দেশটিতে এক দশকেরও বেশি সময়ের মাওবাদী সশস্ত্র লড়াইয়ের নেতৃত্ব দেন প্রচণ্ড।

২০০৬ সালে সরকারের সঙ্গে শান্তিচুক্তির পর প্রকাশ্য রাজনীতিতে ফেরে মাওবাদীরা। ২০০৮ সালে প্রথম বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর নয় মাস ক্ষমতায় ছিলেন তিনি। নেপালের তৎকালীন সেনাপ্রধান রুকমাঙ্গাত কোতোয়ালের বিতর্কিত বরখাস্তের সিদ্ধান্তের পরই ২০০৯ সালের ৪ মে প্রচণ্ড পদত্যাগ করেন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪