পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট বাড়ল ১০ ভাগ
(last modified Sat, 27 May 2017 13:45:14 GMT )
মে ২৭, ২০১৭ ১৯:৪৫ Asia/Dhaka
  • পাকিস্তানের সেনাবাহিনী (ফাইল ফটো)
    পাকিস্তানের সেনাবাহিনী (ফাইল ফটো)

পাকিস্তান প্রতিরক্ষা খাতে শতকরা প্রায় ১০ ভাগ বাজেট বাড়িয়েছে। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও বাইরের হুমকি বিশেষ করে ভারতের পক্ষ থেকে আসা হুমকি মোকাবেলার জন্য দেশটি সামরিক বাজেট বাড়িয়েছে বলে খবর দিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তান সরকার ২০১৭-১৮ অর্থ বছরের জন্য সামরিক খাতে বাজেট বরাদ্দ দিয়েছে ৯২০.১ বিলিয়ন রুপি যা আগের বছর ছিল ৮৪১.৪ বিলিয়ন রুপি। সে হিসেবে এবার প্রতিরক্ষা বাজেট বেড়েছে ৭৯ বিলিয়ন রুপি। সামরিক খাতে মোট বাজেটের শতকরা ৪৭ ভাগ পাবে সেনাবাহিনী, ২০ ভাগ পাবে বিমানবাহিনী আর শতকরা ১০ ভাগ যাবে নৌবাহিনীর হাতে।  

প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে দেশটির সামরিক কর্মকর্তারা বলছেন, গোলযোগপূর্ণ অবস্থার পরও এ অঞ্চলে পাকিস্তানের সামরিক বাজেট সবচেয়ে কম। অন্যদিকে, পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ভারত হচ্ছে সামরিক খাতে অন্যতম বেশি বাজেট বরাদ্দ দেয়া দেশ। পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, পাক সেনাদের প্রতি একজন সেনার জন্য যেখানে বার্ষিক গড় ব্যয় আট হাজার ৭৭ ডলার সেখানে ভারত ব্যয় করে ১৭ হাজার ৫৫৪ ডলার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭   

ট্যাগ