ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে চলছে সেনা অভিযান; তীব্র হয়েছে সংঘর্ষ
-
সন্ত্রাসীদের অবস্থানে ফিলিপাইনের বিশেষ বাহিনীর অভিযান
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রয়েছে। ফিলিপাইন সরকার জানিয়েছে, দ্বীপের মারাউয়ি শহরে এক সপ্তাহে অন্তত ১০০ ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া শহরটিতে দুই হাজার মানুষ আটকা পড়েছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মুখপাত্র জিয়া আলোন্তো আদিয়ং জানিয়েছেন, মারাউয়ি শহরে দুই লাখ অধিবাসীর বেশিরভাগই পালিয়ে গেছে তবে সন্ত্রাসী নিয়ন্ত্রিত এলাকায় দু হাজার ব্যক্তি আটকা পড়েছে। তিনি জানান, এসব ব্যক্তি সেখান থেকে চলে যেতে চায় কিন্তু তাদেরকে যেতে দেয়া হচ্ছে না বরং সাধারণ নাগরিকদের বিশেষ করে নারী ও শিশুদের হত্যা করছে সন্ত্রাসীরা। এ কারণে মৃতের সংখ্যা বেড়েছে।
গত মঙ্গলবার থেকে মিন্দানাওয়ের দক্ষিণাংশে সামরিক শাসন জারি করা হয়েছে এবং সেখানে সন্দেহভাজন গেরিলা অবস্থানগুলো বিমান হামলা জোরদার করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮