দায়েশ বিরোধী লড়াইয়ে যোগ দিন: মুসলমান বিচ্ছিন্নতাবাদী এবং মাওবাদীদের প্রতি দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে যোগ দেয়ার জন্য দেশটির মুসলমান বিচ্ছিন্নতাবাদী এবং মাওবাদীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সুলু প্রদেশের জোলো দ্বীপের একটি সামরিক ঘাটি পরিদর্শনের সময়ে এ আহ্বান জানান তিনি।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সদস্যদের প্রতি সেনা যুদ্ধে যোগ দেয়ার আহ্বান জানিয়ে দুতের্তে বলেন, সেনা হিসেবে আপনাদের নিয়োগ দেয়া হবে। এ ছাড়া, ফিলিপাইনের সেনারা যে সব সুযোগ সুবিধা পায় তাও তাদেরকে দেয়া হবে। সেনাদের যে এলাকায় ঘরবাড়ি তৈরি করে দেয় হয় তাদেরকে সেই একই এলাকায় ঘরবাড়ি তৈরি করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট বা এমআইএলএফ এবং মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা এমএনআইএলএফের সদস্যদের এ আহ্বান জানান তিনি। উভয় গোষ্ঠীই মোরো মুসলমানদের স্বাধীনতার জন্য লড়াই করছে। ফিলিপাইনের মোট জনগোষ্ঠীর প্রায় ৫ শতাংশ মোরো মুসলমান।
উভয় গোষ্ঠীই ১৯৬০’এর দশক থেকে ম্যানিলার সঙ্গে অনেক চুক্তি করেছে এবং শেষপর্যন্ত কোনো চুক্তিই পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি।
এ ছাড়া, কম্যুনিস্ট পার্টি অব ফিলিপিনস বা সিপিপি’র সশস্ত্র শাখা নিউ পিপলস আর্মি বা এনপিএ’র সদস্যদের প্রতিও একই আহ্বান জানান তিনি।
মিন্দানাও দ্বীপে আবু সাইফের নেতৃত্বাধীন উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ফিলিপাইনের সেনারা যখন প্রচণ্ড যুদ্ধে লিপ্ত রয়েছে তখন এ প্রস্তাব দেয়া হলো। এর আগে ফিলিপাইন সরকার জানিয়েছে, দ্বীপের মারাউয়ি শহরে এক সপ্তাহে অন্তত ১০০ ব্যক্তি নিহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩০