ফিলিপাইনে স্বপক্ষের হামলায় নিহত হলো ১০ সরকারি সেনা
ফিলিপাইনের তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে জড়িত দেশটির সেনাবাহিনীর ১০ সদস্য ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ‘স্বপক্ষের হামলায়’ নিহত হয়েছে এবং ৭ জন আহত হয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লরেনজানা এ তথ্য দিয়েছেন। দক্ষিণাঞ্চলীয় নগরী মারাউই’তে দায়েশ সন্ত্রাসীর অবস্থান লক্ষ্য করে বিমান বাহিনী বোমা নিক্ষেপ এবং রকেট ছোঁড়ার সময়ে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার জন্য সামরিক বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাবকে দায়ী করেন তিনি। অবশ্য একে দুঃখজনক ঘটনা হিসেবে অভিহিত করে তিনি বলেন, যুদ্ধের ধোঁয়াশার মধ্যে এ রকম ঘটনা কখনো কখনো ঘটে।
এর আগে, ফিলিপাইনের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলেছিলেন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে। এতে বেসামরিক ব্যক্তি বা দায়েশের হাতে পণবন্দিদের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা নেই।#
পার্সটুডে/মূসা রেজা/১