ফিলিপাইন সেকেন্ড-হ্যান্ড মার্কিন অস্ত্র কিনবে না: দুতের্তে
-
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার দেশ আমেরিকা থেকে সেকেন্ড হ্যান্ড অস্ত্র কেনা বন্ধ করে দেবে। দেশটির সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে সন্ত্রাস-বিরোধী অভিযান অব্যাহত রাখায় নতুন অস্ত্র কিনবে বলে জানান তিনি।
গতকাল (শুক্রবার) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি সামরিক ঘাঁটিতে দেয়া ভাষণে দুতের্তে বলেন, "আমি কোনো ধরনের সেকেন্ড-হ্যান্ড সামরিক সরঞ্জাম গ্রহণ করব না। আমি মার্কিনিদের এসব অস্ত্র চাই না। আমি যতদিন ক্ষমতায় আছি সেকেন্ড হ্যান্ড কোনো যুদ্ধজাহাজও কিনব না। অবশ্যই এসব নতুন হতে হবে।"
ফিলিপাইনের প্রেসিডেন্ট আরো বলেন, "আধুনিক নতুন অস্ত্র কেনার জন্য আমি দ্বিগুণ অর্থ ব্যয় করতে রাজি আছি।" তার দেশ চীন কিংবা রাশিয়া থেকে নতুন বিমান, নৌযান, ড্রোন এবং রাইফেল কেনার চিন্তাভাবনা করছে বলেও জানান দুতের্তে।
এদিকে, ফিলিপাইনের মারাউয়ি থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে দেশটির জঙ্গিবিমান আজও হামলা চালিয়েছে।
গত ২৩ মে মার্কিন প্রশাসনের তালিকাভুক্ত ফিলিপাইনের একজন দাগী সন্ত্রাসীকে আটক করার চেষ্টা করলে মুসলিম অধ্যুষিত মারাউয়ি শহরে বন্দুকধারীরা দায়েশের কালো পতাকা ওড়ায় এবং এ উগ্র গোষ্ঠীটির প্রতি আনুগত্য ঘোষণা করে। এরপর থেকেই শহরটিতে ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৩