মার্কিন অঙ্গরাজ্য ও কোম্পানি মেনে চলবে প্যারিস জলবায়ু চুক্তি
https://parstoday.ir/bn/news/world-i39316-মার্কিন_অঙ্গরাজ্য_ও_কোম্পানি_মেনে_চলবে_প্যারিস_জলবায়ু_চুক্তি
আমেরিকার কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর, মেয়র ও কোম্পানি প্যারিস জলবায়ু চুক্তি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছে। এর মধ্যে তিনজন গভর্নর, ৩০ জন মেয়র ও ১০০টির বেশি কোম্পানি রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৩, ২০১৭ ১৮:৪৪ Asia/Dhaka
  • ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে নিউ ইয়র্কের সাবেক মেয়র ব্লুমবার্গ ও প্যারিসের মেয়র অ্যানে হিদালগো
    ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে নিউ ইয়র্কের সাবেক মেয়র ব্লুমবার্গ ও প্যারিসের মেয়র অ্যানে হিদালগো

আমেরিকার কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর, মেয়র ও কোম্পানি প্যারিস জলবায়ু চুক্তি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছে। এর মধ্যে তিনজন গভর্নর, ৩০ জন মেয়র ও ১০০টির বেশি কোম্পানি রয়েছে।

এছাড়া, আমেরিকার ৮০টি বিশ্ববিদ্যালয়ের সভাপতিও রয়েছেন এ দলে। তারা সবাই জাতিসংঘের সঙ্গে আলোচনা করছেন যাতে বিশ্ব সংস্থা তাদের আবেদন গ্রহণ করে। তবে কীভাবে তাদের আবেদন গ্রহণ করা হবে তা পরিষ্কার নয় কারণ কোনো দেশ বাদে বিশেষ কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চুক্তির পূর্ণাঙ্গ পক্ষ করার ব্যবস্থা নেই। প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পর এ খবর বের হলো।

নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ এরইমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি প্যারিস চুক্তির সমর্থনে দেড় কোটি ডলার দেবেন।

আমেরিকার এসব গভর্নর, মেয়র ও কোম্পানিগুলোর এ পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা। প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয়ার একদিন পরই এই পাল্টা ঘোষণা এল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩