কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে: ফিফা
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারে অুনষ্ঠানের প্রক্রিয়া অব্যাহত রেখেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বা ফিফা। কয়েকটি আরব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও সেদেশে ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।
ফিফা এক বিবৃতিতে বলেছে, বিশ্বকাপ আয়োজনের বিষয়ে কাতারের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফিফা কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে।
তবে ফিফা এর চেয়ে বেশি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি আরব দেশ সম্পর্ক ছিন্ন করার পর সেদেশে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে অনেকের মনেই সন্দেহ দেখা দিয়েছে। ফিফার বিবৃতির মধ্যদিয়ে আপাতত এ সংক্রান্ত সন্দেহের ইতি ঘটেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬