বিশ্বকাপে ইরানি ফুটবল দল; ফিফা ও এএফসি'র শুভেচ্ছা
https://parstoday.ir/bn/news/world-i40108-বিশ্বকাপে_ইরানি_ফুটবল_দল_ফিফা_ও_এএফসি'র_শুভেচ্ছা
ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করায় শুভেচ্ছা জানিয়েছে আন্তজার্তিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি। দুই সংস্থাই আলাদা আলাদা বার্তায় ইরানের সাফল্য কামনা করেছে। এছাড়া ইরানের শীর্ষ পর্যায়ের নেতারাও ইরানি ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বকাপেও ইরান ভালো করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
জুন ১৩, ২০১৭ ২১:২১ Asia/Dhaka
  • বিশ্বকাপে ইরানি ফুটবল দল; ফিফা ও এএফসি'র শুভেচ্ছা

ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করায় শুভেচ্ছা জানিয়েছে আন্তজার্তিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি। দুই সংস্থাই আলাদা আলাদা বার্তায় ইরানের সাফল্য কামনা করেছে। এছাড়া ইরানের শীর্ষ পর্যায়ের নেতারাও ইরানি ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বকাপেও ইরান ভালো করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

সোমবার রাতে উজবেকিস্তানকে গ্রুপ পর্বের খেলায় ২-০ গোলে পরাজিত করে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার টিকেট নিশ্চিত করেছে ইরানি ফুটবল দল।

ইরান দ্বিতীয় দল হিসেবে আগামী বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার এ যোগ্যতা অর্জন করল। আগামী বছরের গ্রীষ্মকালে রাশিয়াতে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ইরান হচ্ছে এশিয়ার প্রথম দেশ যারা বিশ্বকাপ নিশ্চিত করল। তেহরানের আজাদি স্টেডিয়ামে সোমবার রাতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষে গোল দুটি করেন সারদার আজমুন ও মেহেদি তারেমি।

এদিকে, বিশ্বকাপে ইরানি ফুটবল দলের খেলা নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই রাজধানী তেহরানসহ সারা ইরানে খুশিরে জোয়ার বইয়ে যায়। তেহরানের রাস্তায় রাস্তায় তরুণ-তরুণীরা আনন্দ প্রকাশ করে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩