চাহিদার চেয়ে অনেক বেশি সামরিক বাজেট পাচ্ছেন ট্রাম্প
(last modified Sat, 15 Jul 2017 06:01:58 GMT )
জুলাই ১৫, ২০১৭ ১২:০১ Asia/Dhaka
  • মার্কিন কংগ্রেস
    মার্কিন কংগ্রেস

মার্কিন প্রতিনিধি পরিষদ ২০১৮ সালের জন্য ৬৯ হাজার ৬০০ কোটি ডলারের বিশাল সামরিক বাজেট পাস করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে যে পরিমাণ সামরিক বাজেট চেয়েছিলেন প্রতিনিধি পরিষদ তার চেয়ে অনেক বেশি বাজেট বরাদ্দ দিয়ে বিল পাস করেছে।

গতকাল (শুক্রবার) বিলটি নিয়ে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয় এবং এর পক্ষে পড়ে ৩৪৪ ভোট আর বিপক্ষে পড়ে মাত্র ৮১ ভোট। প্রেসিডেন্ট ট্রাম্প আগে সামরিক খাতে বাজেট চেয়েছিলেন ৬০ হাজার ৩০০ কোটি ডলার। তিনি একে প্রতিরক্ষা খাতে ‘ঐতিহাসিক বাজেট বৃদ্ধি’ বলে মন্তব্য করেছিলেন।

২০১১ সালে বাজেট নিয়ন্ত্রণ আইনে সামরিক খাতে যে পরিমাণ ব্যয়ের নীতিমালা ঠিক করেছিল এবারের বাজেট তার চেয়ে অনেক বেশি। মার্কিন প্রতিরক্ষা বাজেটে ক্ষেপণাস্ত্র খাতের ব্যয় বাড়ানো হয়েছে শতকরা ২৫ ভাগ। এছাড়া, কর্মরত সেনাদের বেতনও বাড়বে। পাশাপাশি নৌবাহিনীর জন্য নতুন করে পাঁচটি জাহাজ দেয়া হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫

 

ট্যাগ