ফিলিপাইনে ড্রোন হামলার পরিকল্পনা করছে পেন্টাগন
ফিলিপাইনে ড্রোন হামলা চালানোর কর্মসূচি নেয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দফতর। বিশ্বজুড়ে ড্রোন কর্মসূচি বিস্তারের অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনীকে এ হামলা চালানোর কর্তৃত্ব দেয়ার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা চলছে।
মার্কিন চ্যানেল এনবিসি দেশটির দুই সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে বলা হয়েছে আজ(মঙ্গলবার) কর্মসূচির নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। তহবিল যোগাড়ের সহায়তা করতে এ নাম ঘোষণা করা হবে।
দায়েশের প্রতি আনুগত্য ঘোষণাকারী একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ফিলিপাইনের সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। দক্ষিণাঞ্চলীয় ফিলিপাইনের মারাভি নগরীতে এ সংঘর্ষে গত দুই মাসে প্রায় ৭০০ ব্যক্তি নিহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৮