'ফ্রান্সে ঘুড়ে বেড়াচ্ছে ইরাক ও সিরিয়া-ফেরত ২৭১ ফরাসি তাকফিরি সন্ত্রাসী'
https://parstoday.ir/bn/news/world-i43876-'ফ্রান্সে_ঘুড়ে_বেড়াচ্ছে_ইরাক_ও_সিরিয়া_ফেরত_২৭১_ফরাসি_তাকফিরি_সন্ত্রাসী'
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরারর্ড কোলোম্ব বলেছেন: ইরাক ও সিরিয়ার যুদ্ধ-কবলিত অঞ্চলগুলো থেকে এ পর্যন্ত ২৭১ সন্ত্রাসী ফ্রান্সে ফিরে এসেছে এবং তারা ফ্রান্সের নানা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১০, ২০১৭ ২১:১৩ Asia/Dhaka
  • ফরাসি তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী
    ফরাসি তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরারর্ড কোলোম্ব বলেছেন: ইরাক ও সিরিয়ার যুদ্ধ-কবলিত অঞ্চলগুলো থেকে এ পর্যন্ত ২৭১ সন্ত্রাসী ফ্রান্সে ফিরে এসেছে এবং তারা ফ্রান্সের নানা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

সম্প্রতি লা জার্নাল ডিমান্শ নামের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

ফ্রান্সের বিচার বিভাগে নানা বয়সের এই সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান। এদের মধ্যে ২১৭ জন বয়স্ক ও ৫৪ জন কম বয়স্ক এবং তাদের কেউ কেউ এখন আটক রয়েছে বলেও কোলোম্ব জানান।

ফরাসি সরকার আইএসআইএল এবং জেবহাতুন নুসরাসহ সিরিয়া ও ইরাকে লেলিয়ে দেয়া নানা তাকফিরি-ওয়াহাবি জঙ্গি গোষ্ঠীকে সহায়তা দেয়া সত্ত্বেও দেশটিতে প্রায়ই হামলা চালাচ্ছে ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলো। আর এসব হামলায় গত দুই বছরে হতাহত হয়েছে শত শত মানুষ।  

প্রায় ৭০০ ফরাসি নাগরিক ইরাক ও সিরিয়ায় লড়াইরত সন্ত্রাসী গোষ্ঠীগুলোতে যোগ দিয়েছিল বলে একটি সূত্র জানিয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/১০