আমেরিকা নুসরা সন্ত্রাসীদের ব্যবহার করছে: সিরিয়া
(last modified Sat, 23 Sep 2017 12:40:30 GMT )
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১৮:৪০ Asia/Dhaka
  • ল্যাভরভ (বামে) ও মুয়াল্লেমের বৈঠক
    ল্যাভরভ (বামে) ও মুয়াল্লেমের বৈঠক

আস্তানা আলোচনার সাফল্যকে ব্যর্থ করে দিতে আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা বা ফতেহ আশ-শামকে ব্যবহার করছে। এ অভিযোগ করেছেন সিরিয়ার পররষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম।

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশনের অবকাশে গতকাল (শুক্রবার) তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মুয়াল্লেম বলেন, আস্তানা শান্তি প্রক্রিয়ার সফলতায় আমেরিকা অসন্তুষ্ট; সে কারণে তারা জাবহাত ফতেহ আশ-শামকে ব্যবহার করে আস্তানা সংলাপের সমঝোতা বানচাল করতে চায়। এ সময় তিনি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সিরিয়া ও রাশিয়ার মধ্যে ফলপ্রসূ সহযোগিতার জন্য রুশ মন্ত্রীকে ধন্যবাদ জানান।

ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়ার সরকার ও বিরোধী গোষ্ঠীর মধ্যে ছয় দফা বৈঠক হয়েছে এবং এর ফলে সিরিয়ার ভেতরে চারটি নিরাপদ অঞ্চল গঠন করা সম্ভব হয়েছে। এতে করে সিরিয়ার ভেতরে সংঘর্ষ অনেক কমে গেছে। অবশ্য, এসব চুক্তির আওতায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও জাবহাত ফতেহ আশ-শামকে আনা হয় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩

 

ট্যাগ