বায়তুল মুকাদ্দাস ইস্যু: জাতিসংঘে মার্কিন-বিরোধী প্রস্তাব পাস
(last modified Thu, 21 Dec 2017 18:55:13 GMT )
ডিসেম্বর ২২, ২০১৭ ০০:৫৫ Asia/Dhaka
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইস্যুতে আমেরিকার সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রায় সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়েছে। গত ৬ ডিসেম্বর বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছিলেন তা বাতিল করার আহ্বান জানানো হয়েছে এ প্রস্তাবে।

১৯৩ সদস্যের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে বৃহস্পতিবার প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এর পক্ষে ভোট পড়েছে ১২৮টি, বিপক্ষে ভোট দিয়েছে ৯টি এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিশরের তোলা প্রস্তাবটিতে আমেরিকা ভেটো দিলে তা সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশনে তোলা হয়।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ভোটাভুটির এই ফলের প্রশংসা করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব সমর্থনকারী দেশগুলোকে যে হুমকি দিয়েছিলেন তার যথাযথ জবাব হয়েছে। সাধারণ পরিষদে এ প্রস্তাব তোলার আগে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেছিলেন, “কারা এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় তার ওপর আমরা নজর রাখছি।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১

ট্যাগ