পেরু: ‘শয়তানের বাঁকে’ বাস দুর্ঘটনায় নিহত ৪৮
লাতিন আমেরিকার দেশ পেরুতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে সমুদ্র সৈকতে পড়ে গিয়ে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ৫৫ জন যাত্রী নিয়ে বাসটি রাজধানী লিমা থেকে ১৩০ কিলোমিটার দূরে হুয়াচো জেলায় যাচ্ছিল। পাসামায়ো এলাকায় পৌঁছার পর বাসটি খাড়া পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচের পাথুরে সৈকতে পড়ে যায়। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সড়কের ওই অংশটিকে বলা হয় ‘কুরভা দেল দিয়াবলো’, বাংলায় এর অর্থ হল ‘শয়তানের বাঁক’। দুর্ঘটনার পর সৈকতে নিহতদের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত ৪৮ জন প্রাণ হারিয়েছে।
পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো পেদ্রো পাবলো কুচিনস্কি এক বিবৃতিতে বলেছেন, এই দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত। তিনি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। #
পার্সটুডে/আশরাফুর রহমান/৩