মালদ্বীপে জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে সংসদের দ্বারস্থ হলেন প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i53281-মালদ্বীপে_জরুরি_অবস্থার_মেয়াদ_বাড়াতে_সংসদের_দ্বারস্থ_হলেন_প্রেসিডেন্ট
মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন দেশটিতে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ১৫ দিন বাড়াতে চান। এ বিষয়ে তিনি সংসদের অনুমোদন চেয়েছেন। আগামীকাল জরুরি অবস্থার মেয়াদ শেষ হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ০২:০৯ Asia/Dhaka
  • মালদ্বীপে জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে সংসদের দ্বারস্থ হলেন প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন দেশটিতে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ১৫ দিন বাড়াতে চান। এ বিষয়ে তিনি সংসদের অনুমোদন চেয়েছেন। আগামীকাল জরুরি অবস্থার মেয়াদ শেষ হবে।

সংসদের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাতমাথ নিউশা দেশটির আইনপ্রণেতাদের বলেছেন, পরিস্থিতির এখনও পরিবর্তন হয় নি। এ কারণে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো দরকার।

মালদ্বীপের আইন অনুযায়ী জরুরি অবস্থা জারি থাকলে নিরাপত্তা বাহিনী কোনো ধরনের পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেপ্তার এবং ঘরবাড়িতে তল্লাশি চালাতে পারেন। সরকার বিরোধীদের সংসদীয় দলের নেতা ইব্রাহিম মোহাম্মাদ সলিহ বলেছেন, জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর জন্য অবশ্যই সংসদের অনুমোদন লাগবে। সংসদ এর বিরোধিতা করলে জরুরি অবস্থা বহাল রাখা সম্ভব হবে না। সংবিধানে এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে বলে তিনি জানান।

চলতি মাসের শুরুতে সর্বোচ্চ আদালতের দেওয়া একটি আদেশকে কেন্দ্র করে মালদ্বীপে নতুনকরে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। এরপর জরুরি অবস্থা জারির করে প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদ ও সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০