ইউরোপ থেকে লিবিয়ার ১০০০ কোটি ইউরো রহস্যজনকভাবে উধাও
https://parstoday.ir/bn/news/world-i54157-ইউরোপ_থেকে_লিবিয়ার_১০০০_কোটি_ইউরো_রহস্যজনকভাবে_উধাও
লিবিয়ার সরকারের জব্দকৃত এক হাজার কোটি ইউরো বেলজিয়ামের একটি ব্যাংক থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। লিবিয়ার ক্ষমতাচ্যুত এবং নিহত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ঘনিষ্ঠজনদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ভিত্তিতে এ অর্থ জব্দ করা হয়েছিল।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ০৯, ২০১৮ ১৭:০৮ Asia/Dhaka
  • ইউরোপ থেকে লিবিয়ার ১০০০ কোটি ইউরো রহস্যজনকভাবে উধাও

লিবিয়ার সরকারের জব্দকৃত এক হাজার কোটি ইউরো বেলজিয়ামের একটি ব্যাংক থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। লিবিয়ার ক্ষমতাচ্যুত এবং নিহত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ঘনিষ্ঠজনদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ভিত্তিতে এ অর্থ জব্দ করা হয়েছিল।

২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে এ অর্থ উধাও হয়ে যায় বলে জানিয়েছে বেলজিয়ামের সাপ্তাহিক লে ভিফ। এ অর্থের মালিক ছিল বাহরাইন এবং লুক্সেমবার্গের লিবিয় বিনিয়োগ কর্তৃপক্ষ বা এলআইএ এবং এর ভর্তুকি সংস্থা লিবিয় বিদেশি বিনিয়োগ কোম্পানি বা এলএফআইসিও। এসব অর্থ ইয়োক্লিয়ার ব্যাংকের একাউন্টে জমা ছিল। ২০১৩ সালে আগে এ খাতে ১৬১০ কোটি ইউরো জমা থাকলেও ২০১৭ সালে দেখা গেল এ একাউন্টে মাত্র ৫০০ কোটি ইউরোর কিছু কম রয়েছে। গত বছর কর্তৃপক্ষ এ অর্থ জব্দকৃত অর্থের বিষয়ে খোঁজ নিতে যেয়ে এটি দেখতে পায় বলে অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে লি ভিফ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশ অনুযায়ী এসব অর্থ ২০১১ সালের মার্চ থেকে জব্দ করা হলেও বেলজিয়ামের কর্তৃপক্ষ কখনো এ সম্পদ নেয়ার চেষ্টা করে নি।#   

পার্সটুডে/মূসা রেজা/৯