শপথ নিলেন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট; উয়ন্নন ঘটাতে চান মানবাধিকার পরিস্থিতির
(last modified Fri, 30 Mar 2018 12:38:16 GMT )
মার্চ ৩০, ২০১৮ ১৮:৩৮ Asia/Dhaka
  • উইন মিন্ত
    উইন মিন্ত

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন উইন মিন্ত। আজ (শুক্রবার) দেশটির সংসদের উচ্চ ও নিম্নকক্ষের যৌথ অধিবেশনে তিনি শপথ নেন। নয়া প্রেসিডেন্ট উইন মিন্ত মিয়ানমারের বিতর্কিত রাজনৈতিক নেত্রী অং সান সুচির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে তিনি মিয়ানমারের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে অঙ্গীকার করেন। তিনি বলেছেন, দেশের গণতন্ত্রকে আরও সুসংহত করা হবে এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে। তার সঙ্গে আজ দুই ভাইস প্রেসিডেন্টও শপথ নিয়েছেন।

এর আগে গত বুধবার সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন সু চি'র মনোনীত এই প্রার্থী। তিনি এর আগে সংসদের নিম্নকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান সু চি'র আরেক অনুগত নেতা থিন কিউ।

আজ যে দুই জন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে তাদের একজন হলেন মিয়ন্ত সোয়ি। তিনি সেনাবাহিনীর মাধ্যমে মনোনীত। আর নির্বাচিত দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন উ হেনরি ভান থিয়ো। তিনি সংসদের উচ্চ কক্ষের একজন সদস্য।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০

ট্যাগ