ইসরাইলি ক্রীড়াবিদদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিলো তিউনিসিয়ার আদালত
https://parstoday.ir/bn/news/world-i55382-ইসরাইলি_ক্রীড়াবিদদের_প্রবেশের_ওপর_নিষেধাজ্ঞা_দিলো_তিউনিসিয়ার_আদালত
তিউনিসিয়ায় আন্তর্জাতিক তায়েকান্দো প্রতিযোগিতায় ইসরাইলি ক্রীড়াবিদদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির একটি আদালত। আজ থেকে তিউনিসিয়ায় ওই প্রতিযোগিতা শুরু হচ্ছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০১৮ ১২:৫০ Asia/Dhaka
  • ইসরাইলি ক্রীড়াবিদদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিলো তিউনিসিয়ার আদালত

তিউনিসিয়ায় আন্তর্জাতিক তায়েকান্দো প্রতিযোগিতায় ইসরাইলি ক্রীড়াবিদদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির একটি আদালত। আজ থেকে তিউনিসিয়ায় ওই প্রতিযোগিতা শুরু হচ্ছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে তৎপর একটি সংগঠন আদালতে এ সংক্রান্ত আবেদন জানানোর পর এ নিষেধাজ্ঞা এলো।

আন্তর্জাতিক তায়েকান্দো ফেডারেশন ওই প্রতিযোগিতায় চারজন ইসরাইলি অংশ নেবে বলে ঘোষণা করার পর থেকে দেশটির জনগণ ক্ষোভ প্রকাশ করে আসছে। তারা ইসরাইলি প্রতিযোগীদের ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছিল।

তিউনিসিয়ার জনগণ বলছে, কদিন আগেও ইসরাইলি বাহিনী গাজায় নির্মম গণহত্যা চালিয়েছে এবং এখনও তাদের হত্যা-নির্যাতন চলছে। এ অবস্থায় ইসরাইলি প্রতিযোগীদের খেলার অনুমতি দেওয়া হলে তা চরম বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬