বিমানে বিস্ফোরণ ঘটলে সিআইএকে জিজ্ঞাসাবাদ করুন: দুতের্তে
https://parstoday.ir/bn/news/world-i55404-বিমানে_বিস্ফোরণ_ঘটলে_সিআইএকে_জিজ্ঞাসাবাদ_করুন_দুতের্তে
প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন তাকে বহনকারী বিমানে বিস্ফোরণ ঘটলে বা তাকে বহনকারী গাড়ি বোমা বিস্ফোরণের উড়ে গেলে যেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চীন এবং রাশিয়া থেকে ম্যানিলার অস্ত্র কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলতে যেয়ে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০১৮ ১৭:৩১ Asia/Dhaka
  • বিমানে বিস্ফোরণ ঘটলে সিআইএকে জিজ্ঞাসাবাদ করুন: দুতের্তে

প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন তাকে বহনকারী বিমানে বিস্ফোরণ ঘটলে বা তাকে বহনকারী গাড়ি বোমা বিস্ফোরণের উড়ে গেলে যেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চীন এবং রাশিয়া থেকে ম্যানিলার অস্ত্র কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলতে যেয়ে এ কথা বলেন।

ওয়াশিংটন তার দেশকে অস্ত্র সরবরাহ করতে অস্বীকার করার পর তিন এ সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, অস্ত্র কেনা সংক্রান্ত তার এ সিদ্ধান্তে আমেরিকা ক্ষুব্ধ হতে পারে।

২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকে আধুনিক অস্ত্র-শস্ত্র কেনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিপাইন। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে সম্পর্কিত ফিলিপাইনের সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসব অস্ত্র কিনতে চাইছেন তিনি। কিন্তু মাদক বিরোধী ফিলিপাইনের চলমান লড়াইয়ে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ম্যানিলার কাছে অস্ত্র বিক্রি করতে অস্বীকার করছে ওয়াশিংটন। ফলে অস্ত্রের এ ঘাটতি পূরণে চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়েন দুতের্তে।#

পার্সটুডে/মূসা রেজা/৬