পর্ন তারকার সঙ্গে সম্পর্ক: ট্রাম্পকে বিশ্বাস করে না মার্কিন নাগরিকরা
https://parstoday.ir/bn/news/world-i57460-পর্ন_তারকার_সঙ্গে_সম্পর্ক_ট্রাম্পকে_বিশ্বাস_করে_না_মার্কিন_নাগরিকরা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসততার কারণে আমেরিকার বেশিরভাগ লোকজন তাকে বিশ্বাস করে না।  নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৭, ২০১৮ ২২:৪১ Asia/Dhaka
  • ট্রাম্প (বামে) এবং স্টর্মলি
    ট্রাম্প (বামে) এবং স্টর্মলি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসততার কারণে আমেরিকার বেশিরভাগ লোকজন তাকে বিশ্বাস করে না।  নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

‘সার্ভে মাংকি’ নামের একটি প্রতিষ্ঠান এ জরিপ চালিয়েছে। জনমত জরিপের বরাত দিয়ে এ বিষয়ে ‘দ্যা হিল’ নামের একটি মার্কিন পত্রিকা বলেছে, মাত্র শতকরা ১৩ ভাগ মানুষ মনে করে প্রেসিডেন্ট একজন সৎ ব্যক্তি। গত বছরের ফেব্রুয়ারি মাসে পরিচালিত অন্য এক জরিপের চেয়ে এবার ট্রাম্প আরো তিন পয়েন্ট হারিয়েছেন।

পর্নতারকা স্টর্মলি ড্যানিয়েলসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর মার্কিন জনগণ ট্রাম্পের ওপর থেকে বিশ্বাস অনেকটাই তুলে নিয়েছে। গত নির্বাচনের সময় স্টর্মলিকে থামিয়ে রাখার স্বার্থে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে ট্রাম্পের পক্ষ থেকে এক লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করেছেন।  এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক ও গত নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি নিয়েও অব্যাহত তদন্তের মুখে রয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭