বোকো হারামের হাতে ৫০০ মানুষ অপহরণের খবর চেপে গিয়েছিল কর্তৃপক্ষ
(last modified Thu, 31 Mar 2016 13:44:14 GMT )
মার্চ ৩১, ২০১৬ ১৯:৪৪ Asia/Dhaka
  • বোকো হারামের হাতে ৫০০ মানুষ অপহরণের খবর চেপে গিয়েছিল কর্তৃপক্ষ

৩১ মার্চ (রেডিও তেহরান): ২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি শহর থেকে বোকো হারামের হাতে শত শত শিশু অপহরণের বিষয়টি স্থানীয় জনগণ চেপে গিয়েছিল। ওই বছরের ২৪ নভেম্বর দেশটির দামাসাক শহরে থেকে ৩০০ স্কুল শিক্ষার্থী ও ২০০ নারীকে অপহরণ করেছিল এই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী। কিন্তু সরকারের ক্রোধের ভয়ে স্থানীয় প্রশাসন বিষয়টি চেপে গিয়েছিল।

স্থানীয় অধিবাসী ও প্রশাসন এখন বলছে, সে সময় আরেকটি আলোচিত অপহরণ ঘটনা নিয়ে সরকার ব্যস্ত থাকায় এ ঘটনাকে প্রকাশ করে তারা সরকারের ক্রোধ বাড়াতে চায়নি।

একজন স্থানীয় প্রশাসক আজ জানিয়েছেন, চিবুকের চাঞ্চল্যকর স্কুলছাত্রী অপহরণের ঘটনা নিয়ে সরকার ব্যস্ত থাকায় কেউ কথা বলেনি। প্রতিটি অভিভাবক তখন কথা বলতে ভয় পেয়েছেন। এই প্রশাসকের সাত বছরের সন্তানকেও অপহরণ করেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।

২০১৪ সালের ১৪ এপ্রিল নাইজেরিয়ার বোরনো প্রদেশের চিবোক শহরের একটি হাইস্কুল থেকে ২৭৬ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বোকো হারাম। এরপর কয়েক ডজন ছাত্রী নানা উপায়ে পালিয়ে আসতে পারলেও এখনো প্রায় ২০০ ছাত্রী এই জঙ্গি গোষ্ঠীর হাতে বন্দি রয়েছে।#

রেডিও তেহরান/মুজাহিদুল ইসলাম/৩১

ট্যাগ