‘মুসলিম দেশগুলোতে হামলার কাজে হজ্ব থেকে উপার্জিত অর্থ খরচ হচ্ছে’
-
তিউনিশিয়ার ইমাম ইউনিয়নের সচিব ফাজেল আশুর
তিউনিশিয়ার ইমামদের ইউনিয়ন এক ঘোষণায় বলেছে, সৌদি আরব অন্যান্য মুসলিম দেশের ওপর হামলার কাজে হজ্ব থেকে উপার্জিত অর্থ ব্যয় করছে। এ কারণে চলতি বছরের হজ্বযাত্রা বন্ধ করে দেয়ার জন্য তিউনিশিয়ার মুফতিদের প্রতি আহ্বান জানিয়েছে ওই ইউনিয়ন।
তিউনিশিয়ার ইমাম ইউনিয়নের সচিব ফাজেল আশুর এ আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়া ও ইয়েমেনের মতো মুসলিম দেশে আগ্রাসন চালানোর কাজে হজ্বের টাকা খরচ করছে সৌদি আরব। এ কারণে চলতি বছর তিউনিশিয়ার মুসলমানদের উচিত হজ্ব বয়কট করা।
আশুর বলেন, সৌদি আরব হজ্বের সময় উপার্জিত অর্থ দিয়ে মুসলিম দেশগুলো ধ্বংসের লক্ষ্যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করছে যা ইসলামি শিক্ষার সম্পূর্ণ পরিপন্থি।
সৌদি আরব একটি সামরিক জোট গঠন করে ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্র পীড়িত মুসলিম দেশ ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে। ওই আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ নিহত হওয়া ছাড়াও লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২