ভিয়েনা বৈঠক শেষ; ইরানের স্বার্থ নিশ্চিত করতে বলেছেন জারিফ
https://parstoday.ir/bn/news/world-i59867-ভিয়েনা_বৈঠক_শেষ_ইরানের_স্বার্থ_নিশ্চিত_করতে_বলেছেন_জারিফ
আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ব্যাপারে ওই সমঝোতার বাকি পাঁচ দেশ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সমঝোতার ভিত্তিতে ইরানের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে হবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ০৬, ২০১৮ ১৯:৪৩ Asia/Dhaka
  • ভিয়েনায় পরমাণু সমঝোতার বাকি দেশগুলোর বৈঠক
    ভিয়েনায় পরমাণু সমঝোতার বাকি দেশগুলোর বৈঠক

আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ব্যাপারে ওই সমঝোতার বাকি পাঁচ দেশ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সমঝোতার ভিত্তিতে ইরানের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে হবে।

সমঝোতার বাকি পাঁচ দেশও ইরানের স্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বলে তিনি জানান। জারিফ ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, অত্যন্ত গঠনমূলক বৈঠক হয়েছে এবং আমেরিকা অবৈধভাবে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর গত দুই মাসে পরমাণু সমঝোতার আলোকে ইরানের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করার বিষয়ে অনেক চেষ্টা হয়েছে। 

তিনি বলেন, পরমাণু সমঝোতার বাকি দেশগুলোর অনুরোধে ইরান এখনও আমেরিকার অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় নি। ইরানের স্বার্থ নিশ্চিত করা হয় কিনা সে বিষয়টি তেহরান নিশ্চিত হতে চাইছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অন্যায়ভাবে বেরিয়ে যাওয়ার বিষয়টির এখনও সুরাহা হয় নি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার অধিকার এখনও ইরানের রয়েছে। জারিফ বলেন, এই প্রথম পরমাণু সমঝোতার বাকি দেশগুলো আমেরিকার পদক্ষেপের মোকাবেলায় দৃঢ় অবস্থান গ্রহণের রাজনৈতিক ইচ্ছা পোষণ করেছে। অবশ্য কার্য ক্ষেত্রে তাদের এই ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। 

আজ বৈঠকে শেষে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মুগেরিনি একটি বিবৃতি পড়ে শুনিয়েছেন। বিবৃতিতে ইরানের সঙ্গে তেল কেনাবেচা, ব্যাংকিং লেনদেন এবং বাণিজ্যিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬