তালেবানের সঙ্গে শান্তি চান আফগান প্রেসিডেন্ট গনি
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি উগ্র তালেবান গোষ্ঠীর সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন।তিনি বুধবার রাজধানী কাবুলে এক বক্তৃতায় বলেন, সম্প্রতি তালেবানের সঙ্গে এক সফল সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর তাদের সঙ্গে স্থায়ী শান্তির ব্যাপারে আশাবাদী হয়েছে কাবুল।
তিনি আগামী নির্বাচনের আগেই তালেবানের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যাবে বলে আশা প্রকাশ করেন। আফগান প্রেসিডেন্ট দাবি করেন, তালেবানকে আফগান শান্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার জন্য সংবিধানে পরিবর্তন আনার প্রয়োজন নেই।
এর আগেও আশরাফ গনি তালেবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছিলেন।
আফগান প্রেসিডেন্ট এমন সময় এ বক্তব্য দিলেন যখন তালেবান গোষ্ঠী শুরু থেকেই বলে আসছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কাবুল সরকারের সঙ্গে তারা কোনো আলোচনায় বসবে না।
আগামী অক্টোবর মাসে আফগানিস্তানে পার্লামেন্ট ও স্থানীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯