ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে পম্পেওর বক্তব্য প্রত্যাখ্যান করল রাশিয়া
-
মারিয়া যাখারোভা
ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র বক্তব্য প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, মার্কিন সরকার ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌম ক্ষমতা মেনে নেবে না বলে পম্পেও যে বক্তব্য দিয়েছেন তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়।
মাইক পম্পেও গতকাল (বুধবার) এক বক্তব্যে বলেছিলেন, ক্রিমিয়া উপদ্বীপের ওপর রাশিয়ার সার্বভৌম ক্ষমতা মেনে নেয়া থেকে বিরত থাকবে ওয়াশিংটন। সেইসঙ্গে তিনি এই উপদ্বীপের ওপর তার ভাষায় দখলদারিত্বের অবসান ঘটাতে রাশিয়ার প্রতি আহ্বান জানান।
২০১৪ সালের ১৭ মার্চ ইউক্রেনের তৎকালীন প্রজাতন্ত্র ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে সেখানকার ৯৬.৮ শতাংশ জনগণ রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে রায় দেন। ওই রায়ের জের ধরে ক্রিমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওই ঘটনার পর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং রাশিয়ার সীমান্তের কাছে সামরিক তৎপরতা জোরদার করে। তবে পাশ্চাত্যের এসব তৎপরতা সত্ত্বেও রাশিয়া তার সিদ্ধান্ত পরিবর্তন করেনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ পর্যন্ত কয়েকবার ক্রিমিয়া উপদ্বীপ সফর করেছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬