বিশাল সামরিক বাজেটে সই করলেন ট্রাম্প; মূল টার্গেট চীন-রাশিয়া
(last modified Tue, 14 Aug 2018 11:11:59 GMT )
আগস্ট ১৪, ২০১৮ ১৭:১১ Asia/Dhaka
  • সামরিক বাজেটে সই করছেন প্রেসিডেন্ট ট্রাম্প
    সামরিক বাজেটে সই করছেন প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সামরিক বাহিনীর জন্য ৭১ হাজার ৭০০ কোটি ডলারের বিশাল বাজেট বিলে সই করেছেন। তার এ সইয়ের মধ্যদিয়ে বাজেট বিলটি আইনে পরিণত হলো এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০১৯ সালে এ অর্থ খরচ করবে।  

ট্রাম্প গতকাল (সোমবার) যে বিশাল সামরিক বাজেট চূড়ান্তভাবে অনুমোদন করলেন তার প্রাথমিক লক্ষ্য হলো চীন ও রাশিয়াকে মোকাবেলা করা। এছাড়া, ইরান ও উত্তর কোরিয়াকেও তারা বিশেষ হুমকি হিসেবে দেখছে। বাজেট বিলে সই করার পর ট্রাম্প বলেন, “আমরা বিশ্বাস করি আমাদের যোদ্ধারা অস্ত্র, যন্ত্রপাতি ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাওয়ার অধিকার রাখে। তারা রক্ত, ঘাম ও চোখের পানির বিনিময়ে এ অধিকার অর্জন করেছে।”

বিদেশে মোাতয়েন মার্কিন সেনা

ট্রাম্প আরো বলেন, এবারের সামরিক বাজেট আমেরিকার সেনাদেরকে যুদ্ধক্ষমতা দেবে যার ফলে তারা যেকোনো যুদ্ধে দ্রুত ও চূড়ান্তভাবে বিজয়ী হতে পারবে। নতুন বাজেট থেকে পেন্টাগন ৬৩ হাজার ৯১০ কোটি ডলার খরচ করবে সামরিক ঘাঁটিগুলোর জন্য। আর বিদেশে অবস্থানরত সেনাদের জন্য খরচ করা হবে ছয় হাজার ৯০০ কোটি ডলার। নতুন বাজেটে মার্কিন সেনাদের বেতন বাড়বে শতকরা দুই দশমিক ছয় ভাগ।#    

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ