মার্কিন যাজককে মুক্তি দেয়ার আহ্বান আবার প্রত্যাখ্যান করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i63593-মার্কিন_যাজককে_মুক্তি_দেয়ার_আহ্বান_আবার_প্রত্যাখ্যান_করল_তুরস্ক
সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে তুরস্কে গৃহবন্দি মার্কিন যাজক অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তি দেয়ার আহ্বান তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছে তুর্কি হাইকোর্ট। ওই যাজককে মুক্তি দেয়া না হলে তুরস্কের বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে হুমকি দেয়ার পর তুরস্কের আদালত এ রায় দিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৮, ২০১৮ ০৬:৩০ Asia/Dhaka
  • তুরস্কের হাইকোর্ট
    তুরস্কের হাইকোর্ট

সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে তুরস্কে গৃহবন্দি মার্কিন যাজক অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তি দেয়ার আহ্বান তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছে তুর্কি হাইকোর্ট। ওই যাজককে মুক্তি দেয়া না হলে তুরস্কের বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে হুমকি দেয়ার পর তুরস্কের আদালত এ রায় দিল।

দেশটির হাইকোর্ট গতকাল (শুক্রবার) এক রায়ে বলেছে, মার্কিন যাজক ব্রানসনকে তার কারাদণ্ড তুরস্কের মাটিতেই ভোগ করতে হবে। গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার ব্রানসন আইনজীবীদের মাধ্যমে তাকে মুক্তি দেয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়ে প্রত্যাখ্যাত হলেন।  

তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র সঙ্গে যোগসাজশ এবং ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের হোতাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বছরের অক্টোবরে ব্রানসনকে আটক করা হয়।

অ্যান্ড্রু ব্রানসন (ফাইল ছবি)

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বৃহস্পতিবার রাতে আঙ্কারাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, ব্রানসনকে মুক্তি দেয়ার আহ্বান আরেকবার নাকচ করে দিলে তুরস্কের বিরুদ্ধে তার মন্ত্রণালয় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে।

মার্কিন যাজক ব্রানসনকে আটকের ঘটনায় তুরস্ক ও আমেরিকার মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। এর জের ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  তুরস্কের পণ্যের ওপর নানারকম বাড়তি শূল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন এবং আংকারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন।  এরইমধ্যে তুরস্কও মার্কিন কিছু পণ্যের ওপর বাড়তি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। মার্কিন পদক্ষেপে চলতি আগস্ট মাসের শুরু থেকে এ পর্যন্ত তুর্কি মুদ্রা লিরার মান শতকরা প্রায় ৩০ ভাগ পড়ে গেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮