গজনি হামলা: আফগান অভিযোগ নাকচ করলেন জেনারেল বাজওয়া
(last modified Sat, 18 Aug 2018 07:28:49 GMT )
আগস্ট ১৮, ২০১৮ ১৩:২৮ Asia/Dhaka
  • পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
    পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

আফগানিস্তানের গজনি শহরে তালেবানের সাম্প্রতিক হামলায় পাকিস্তানের হাত থাকার কথা নাকচ করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি গতকাল (শুক্রবার) বলেছেন, পাকিস্তানকে দোষারোপ না করে আফগান সরকারের নিজেদের দিকে নজর দেয়া উচিত।

গাজনি শহরের হামলা নিয়ে যখন পাকিস্তান ও আফগানিস্তান বাগযুদ্ধে লিপ্ত হয়েছে তখন জেনারেল বাজওয়া একথা বললেন। তিনি বলেন, “আফগানিস্তানের অভ্যন্তরে তৎপর কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেয় না পাকিস্তান।” পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।   

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

গজনি শহর দখল করতে গিয়ে আহত হওয়া তালেবান জঙ্গিদের চিকিৎসার জন্য পাকিস্তানে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এ বিষয়ে তিনি পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার কাছে ব্যাখ্যা দাবি করেছেন।

গত ১০ আগস্ট তিনদিক দিয়ে গজনি শহরে অতর্কিত আক্রমণ চালিয়ে শহরের বেশ কিছু এলাকা দখল করে নেয় তালেবান। ছয় দিনের সংঘর্ষ শেষে আফগান সেনারা শহরটি পুনরুদ্ধার করলেও এতে শত শত সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়।#

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ