তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন প্রেসিডেন্ট আশরাফ গনি
(last modified Sun, 19 Aug 2018 23:38:35 GMT )
আগস্ট ২০, ২০১৮ ০৫:৩৮ Asia/Dhaka
  • আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি
    আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ঈদুল আজহাকে সামনে রেখে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ব্রিটিশ শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতার ৯৯তম বার্ষিকী উপলক্ষে রোববার কাবুলে এক অনুষ্ঠোনে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট গনি।

তিনি বলেন, “আগামীকাল (সোমবার) থেকে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি শুরু হবে এবং তালেবানরা যতদিন এ যুদ্ধবিরতির প্রতি সম্মান জানাবে ততদিন এটি কার্যকর থাকবে।” প্রকৃত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার যে স্বপ্ন আফগান জনগণ দেখেন তা বাস্তবায়নের উদ্দেশ্যে ঘোষিত এ যুদ্ধবিরতিকে তালেবান নেতারা স্বাগত জানাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট গনির দপ্তর এক ঘোষণায় বলেছে, ‘শর্তযুক্ত’ এ যুদ্ধবিরতি তিন মাস কার্যকর রাখার চেষ্টা করা হবে। এতে বলা হয়েছে, শুধুমাত্র তালেবানের প্রতি এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী এই যুদ্ধবিরতির বাইরে থাকবে। আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সক্রিয় উপস্থিতি রয়েছে।

তালেবান জঙ্গিদের একটি দল (ফাইল ছবি)

তালেবান সূত্রগুলো প্রেসিডেন্ট গনির এ ঘাষণা সম্পর্ক বলেছে, তারা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারদিনের যুদ্ধবিরত ঘোষণা করেছেন। এ সময়ে শত শত বন্দিকে তালেবানরা মুক্তি দেবে বলে ঘোষণা করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট গনির যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০

ট্যাগ