নুসরা ফ্রন্টকে বাঁচাতে চায় আমেরিকা: ল্যাভরভ
(last modified Thu, 06 Sep 2018 10:03:49 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০১৮ ১৬:০৩ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশ নিয়ে মার্কিন আচরণ এই ইঙ্গিত দেয় যে, তারা জাবহাত ফতেহ আশ-শাম বা সাবেক নুসরা ফ্রন্টকে রক্ষা করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, একমাত্র সিরিয়ার জনগণই কারো হস্তক্ষেপ ছাড়া দেশের ভাগ্য নির্ধারণ করার অধিকার রাখে।

রাশিয়ার ওয়ান টিভি চ্যানেলকে দেয়া সাক্ষৎকারে ল্যাভরভ এসব কথা বলেছেন। তিনি বলেন, ইদলিব প্রদেশের যুদ্ধবিরতি অঞ্চল হচ্ছে একমাত্র এলাকা যেখানে হাজার হাজার সন্ত্রাসী অবস্থান নিয়েছে যাদের নেতৃত্বে রয়েছে জাবহাত ফতেহ আশ-শাম বা সাবেক নুসরা ফ্রন্ট।   

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ল্যাভরভ বলেন, আপনাদের উত্তরসূরী বারাক ওবামার মতো আপনারাও একই ভুল করবেন না। অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো থেকে জাবহাত ফতেহ আশ-শামকে আলাদা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা কিন্তু পরে তিনি কিছুই করেন নি।  

জাবহাত ফতেহ আশ-শামের সন্ত্রাসী রা

রুশ মন্ত্রী বলেন, আস্তানা সম্মেলনে অংশ নেয়া তিন দেশ রাশিয়া, ইরান ও তুরস্ক সিরিয়ায় শন্তি প্রতিষ্ঠার নিশ্চয়তা প্রদানকারী রাষ্ট্র এবং তারা সিরিয়ায় একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে চায় যাতে দেশটির জনগণ নিজেরাই তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে। তিনি আরো বলেন, যেসব দেশ সিরিয়ার বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার নামে ইদলিব অভিযানের বিরোধিতা করছে তারা কেউই সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয় নি যার ফলে দামেস্ক সরকার দেশের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/৬

ট্যাগ