তাঞ্জানিয়ায় ফেরি দুর্ঘটনায় ১০০ জনের বেশি নিহত
https://parstoday.ir/bn/news/world-i64458-তাঞ্জানিয়ায়_ফেরি_দুর্ঘটনায়_১০০_জনের_বেশি_নিহত
আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় একটি ফেরি উল্টে ১০০’র বেশি মানুষ মারা গেছে। রাষ্ট্রীয় রেডিও আজ (শুক্রবার) জানিয়েছে, গতকাল সন্ধ্যার দিকে ভিক্টোরিয়া হ্রদে এ দুর্ঘটনা ঘটে এবং এখনো প্রায় দুইশ মানুষ নিখাোঁজ রয়েছে। আজ সকাল থেকে উদ্ধারকারীরা অনুসন্ধান তৎপরতা শুরু করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৮ ১৮:৫৫ Asia/Dhaka
  • উল্টে যাওয়া ফেরি
    উল্টে যাওয়া ফেরি

আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় একটি ফেরি উল্টে ১০০’র বেশি মানুষ মারা গেছে। রাষ্ট্রীয় রেডিও আজ (শুক্রবার) জানিয়েছে, গতকাল সন্ধ্যার দিকে ভিক্টোরিয়া হ্রদে এ দুর্ঘটনা ঘটে এবং এখনো প্রায় দুইশ মানুষ নিখাোঁজ রয়েছে। আজ সকাল থেকে উদ্ধারকারীরা অনুসন্ধান তৎপরতা শুরু করেছে।

রেডিও টিবিসি তাইফা জানিয়েছে, এমভি নাইয়েরেরে ফেরিতে ৩০০ যাত্রী ছিল যা ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি। ফেরিটি যখন উইকেরেভি দ্বীপের একটি ডকে ভিড়তে যাচ্ছিল তখন যাত্রীরা সবাই এক পাশে অবস্থান নিলে তা উল্টে যায় এবং মর্মান্তিকভাবে এসব মানুষের মৃত্যু হয়।

 ফেরি দুর্ঘটনার পর মৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে

এর আগেও তাঞ্জানিয়ায় বেশ কয়েকটি বড় ধরনের ফেরি দুর্ঘটনা ঘটেছে। ১৯৯৬ সালে ভিক্টোরিয়া হ্রদে এক ফেরি দুর্ঘটনায় অন্তত ৫০০ মানুষ মারা যায়। এছাড়া, ভারত মহাসাগরের জাঞ্জিবার দ্বীপপুঞ্জে ২০১২ সালে অন্য এক ফেরি দুর্ঘটনায় ১৪৫ জন মারা গিয়েছিল।#  

পার্সটুডে/এসআইবি/২১