সর্বশক্তি দিয়ে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করব: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sat, 29 Sep 2018 04:16:58 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১০:১৬ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে ঘোষণা করেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে তার দেশ। তিনি আরো বলেন, রাশিয়া সেই সমঝোতাটি রক্ষা করাকে নিজের দায়িত্ব বলে মনে করে যেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছে।

ল্যাভরভ বলেন, ইরান পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বলে এই আন্তর্জাতিক সমঝোতা রক্ষা করার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করবে মস্কো।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গত মঙ্গলবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অবশিষ্ট দেশগুলোকে নিয়ে এটি বাস্তবায়ন করে যাবে ইইউ।

ফেডেরিকা মোগেরিনি

আমেরিকার পক্ষ থেকে এ সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করে মোগেরিনি বলেন, মার্কিন সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি স্বাধীন-সার্বভৌম দেশগুলোর ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যেসব দেশ আমেরিকার এ নিষেধাজ্ঞা মানবে না তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।  মোগেরিনি তার বক্তব্যে ট্রাম্পের এই জবরদস্তিমুলক বক্তব্যের নিন্দা জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯

ট্যাগ