কঙ্গোয় তেলবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ৫০
https://parstoday.ir/bn/news/world-i64829
কঙ্গো প্রজাতন্ত্রে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। হতাহতরা সবাই পুড়ে গেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৬, ২০১৮ ২১:২৮ Asia/Dhaka
  • দুর্ঘটনায় পড়া তেলবাহী ট্রাক
    দুর্ঘটনায় পড়া তেলবাহী ট্রাক

কঙ্গো প্রজাতন্ত্রে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। হতাহতরা সবাই পুড়ে গেছে।

কঙ্গোর মধ্যাঞ্চলীয় প্রদেশের ডেপুটি গভর্নর আতু মাতুবুয়ানা এনখুলুকি জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সাহায্যে সম্ভাব্য সবকিছুই করছে সরকার। রাজধানী কিনশাসা থেকে ১৩০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে।   

তিনি বলেন, “৫০ ব্যক্তির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। দুর্ঘটনায় আরো ১০০ জন পুড়ে গেছে যাদের অবস্থা বেশ সংকটাপন্ন।”

রাজধানী কিনশাসার রাস্তাঘাট অত্যন্ত আধুনিক ও পরিপাটি হলেও মফস্বলের অবস্থা অনেকটা উল্টো। এছাড়া, দেশটিতে তেলবাহী ট্রাকের দুর্ঘটনার মাত্রা বেশি। ২০১০ সালে এ ধরনের একটি তেলবাহী ট্যাংকার উল্টে তাতে বিস্ফোরণ ঘটলে অন্তত ২৩০ জন নিহত হয়। দুর্ঘটনাস্থলের কাছে বিশ্বকাপ ফুটবল দেখার জন্য লোকজন ঘর-বাড়ি ও সিনেমা হলে ভিড় করছিল। তেল ট্যাংকারের বিস্ফোরণের পর সৃষ্ট আগুনের গোলায় তাদের অনেকেই নিহত হয়।#

পার্সটুডে/এসআইবি/৬