‘মানবাধিকারের রক্ষক হিসেবে নিকি হ্যালিকে স্মরণ করা হবে না’
(last modified Thu, 11 Oct 2018 12:00:26 GMT )
অক্টোবর ১১, ২০১৮ ১৮:০০ Asia/Dhaka
  • নিকি হ্যালি
    নিকি হ্যালি

জাতিসংঘে পদত্যাগী মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিকে মানবাধিকারের রক্ষক হিসেবে স্মরণ করা হবে না বলে মন্তব্য করেছেন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ’র কর্মকর্তা লুইস চারবুনো। গতকাল (বুধবার) এইচআরডাব্লিউ’র ওয়েবসাইটে চারবুনোর বিবৃতি প্রকাশ করা হয়েছে।

মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ’র এ কর্মকর্তা বলেন, গাজা উপত্যকায় চলতি বছর ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বেআইনি ও চরম মানবাধিকার লঙ্ঘনকে নিকি হ্যালি জোরালোভাবে সমর্থন করে গেছেন। তবে এর চেয়েও তার বড় দায় থাকবে যেখানে তা হচ্ছে তিনি জাতিসংঘের রাষ্ট্রদূত থাকতে আমেরিকা জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া, আমেরিকা মানবাধিকার পরিষদকে অকার্যকর প্রতিষ্ঠান বলেছে এবং এ সংস্থা ইসরাইলের বেশি সমালোচনা করে বলে মার্কিন সরকার অভিযোগ তুলেছিল।

নিকি হ্যালির সমালোচনা করে চারবুনো বলেন, হ্যালি নিজেও জেনেভাভিত্তিক মানবাধিকার পরিষদকে ইসরাইল-বিরোধী ‘নর্দমা’ বলে আখ্যায়িত করেছিলেন। এর আগে নিকি হ্যালি এ পরিষদ সংস্কারের উদ্যোগ নেন কিন্তু তিনি কোনো সমর্থন পান নি।#  

পার্সটুডে/এসআইবি/১১