আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে আবারো হামলা: নিহত ১৩
(last modified Sat, 13 Oct 2018 13:16:44 GMT )
অক্টোবর ১৩, ২০১৮ ১৯:১৬ Asia/Dhaka
  • আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে আবারো হামলা: নিহত ১৩

আফগানিস্তানের উত্তর-পূর্ব অংশে একটি নির্বাচনী সমাবেশে বোমা হামলায় এক ডজনের বেশি নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে।

হামলায় ১৩ জন নিহত হয়েছে বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, মোটর আরোহী এক ব্যক্তি আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের তাখার প্রদেশে একজন নারী প্রার্থীর নির্বাচনী সমাবেশের কাছে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে এসব ব্যক্তি হতাহত হয়। নিহতদের মধ্যে বেসামরিক ব্যক্তি এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে।   

প্রাদেশিক পুলিশের মুখপাত্র খলিল আসের জানিয়েছেন, নারী প্রার্থী নাজেফা ইউসুফি বেগ তার নির্বাচনী সমাবেশে উপস্থিত হলে তার সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আফগানিস্তানে নির্বাচনী সমাবেশকে টার্গেট করে সন্ত্রাসীরা  যে বোমা হামলা চালিয়ে আসছে আজকের হামলা তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। এখনো কোনো দল বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেন। তবে আগামী ২০ অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন বানচাল করে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে আফগানিস্তানে উগ্র গেরিলা গোষ্ঠী তালেবান।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩

 

ট্যাগ