রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি বাতিলে ট্রাম্পকে চাপ দিচ্ছেন বোল্টন
(last modified Sat, 20 Oct 2018 10:11:52 GMT )
অক্টোবর ২০, ২০১৮ ১৬:১১ Asia/Dhaka
  • জন বোল্টন
    জন বোল্টন

রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। আমেরিকা ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা ঠেকানোর জন্য ১৯৮৭ সালে ওই চুক্তি হয়েছিল।  

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে বলেছে, ১৯৮৭ সালে সই হওয়া ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ বাতিল করার জন্য বোল্টন প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন। এ ক্ষেত্রে তিনি যুক্তি দিচ্ছেন যে, নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া ওই চুক্তি লঙ্ঘন করেছে। তবে বোল্টনের প্রস্তাবের বিরোধিতা করেছেন মার্কিন পররাষ্ট্র ও  প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা। এ নিয়ে সোমবার বৈঠকের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।  

আইএনএফ চুক্তির আওতায় আমেরিকা ও রাশিয়ার মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ হয়েছিল

স্নায়ুযুদ্ধের সময় সই হওয়া এ চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের প্রথম দিকে। ২০১৯ সালের জন্য আমেরিকা যে সামরিক বাজেট প্রণয়ন করেছে তাতে বলা হয়েছে- ১৫ জানুয়ারির মধ্যে সিনেটের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পকে নোটিশ করতে হবে যে, রাশিয়া এ চুক্তি লঙ্ঘন করেছে কিনা। এছাড়া, এ চুক্তি বহাল রাখা হবে কিনা তাও জানাতে হবে ট্রাম্পকে।

রাশিয়া ও আমেরিকার মধ্যে সই হওয়া নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও বিরোধিতা করেছেন জন বোল্টন। এ চুক্তির ফলে আমেরিকা ও রশিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান ও পরমাণু ওয়ারেহেড মোতায়েন নিষিদ্ধ করা হয়েছে।#        

পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ