নিষেধাজ্ঞা মোকাবিলায় বহুমুখী পরিকল্পনা ইরানের রয়েছে: আরাকচি
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অকার্যকর করার কাজে ইউরোপ সহযোগিতা না করলেও তেহরান সম্পূর্ণ হতাশ হবে না। এর কারণ ব্যাখ্যা করে তিনি আরো বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইরান বহুমুখী পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করে রেখেছে।
স্পেনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য বর্তমানে স্পেন সফররত আরাকচি শনিবার মাদ্রিদে বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের তেল ও ব্যাংকিং খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেন। তার ঘোষণা অনুযায়ী চলতি মাসের গোড়ার দিকে ইরানের ওই দুই খাতের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

তবে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ওই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো এটি অক্ষুণ্ন রাখার ঘোষণা দেয় এবং ইরানকেও সমঝোতায় অটল থাকার আহ্বান জানায়। মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের ব্যাংকিং খাত যাতে পুরোপুরি অচল হয়ে না পড়ে সেজন্য ইউরোপীয় ইউনিয়ন ইরানের জন্য বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গঠন করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু কয়েক মাস পার হয়ে গেলেও সে প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি।
আমেরিকা হুমকি দিয়েছে, দেশটির নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর চেষ্টায় সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। শেষ পর্যন্ত ইউরোপীয়রা আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার করলে ইরানের প্রতিক্রিয়া কি হবে- এমন প্রশ্নের উত্তরে আরাকচি বলেন, ইরান সব পরিস্থিতির জন্যই প্রয়োজনীয় পরিকল্পনা করে রেখেছে এবং সময়মতো সেগুলো বাস্তবায়ন করা হবে।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয়রা মার্কিন হুমকিতে ধরাশায়ী হলে তাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হবে। ইউরোপীয় দেশগুলো তাদের সার্বভৌমত্ব ও গ্রহণযোগ্যতা রক্ষা করবে কিনা এখন সে প্রশ্নের উত্তর দেয়ার সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮